বাংলা কবিতা- এই দেশে
এই দেশে
সোহানুর রহমান সোহান
এই দেশে পুরস্কার নিয়ে রাজনীতি হয়
এই দেশে যোগ্য লোকের দাম নাই
এই দেশে অনিয়ম অনাকাঙ্খিত ঘটনা ঘটলে বিরোধী দলকে দোষারোপ করা হয়
এই দেশে সিন্ডিকেটে ছেঁয়ে গেছে
এই দেশে এমপি মন্ত্রীরা সম্পদের পাহাড় গড়ছে
এই দেশে দরিদ্র নিম্নআয়ের মানুষেরা আগুনে পুড়ছে!
এই দেশে হুটকরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায়
এই দেশে সরকার ইচ্ছে করলে সব কিছু নিয়ন্ত্রণে রাখতে পারে, কিন্তু তা করে না।
এই দেশে বস্তিতে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়, অনুদানের আশায়।
এই দেশে নারীর প্রতি নগ্ন থাবা থামছে না
এই দেশে ধর্ষকের বিচার হচ্ছে না,
এই দেশে সব নিয়ন্ত্রণ নষ্টদের হাতে চলে গেছে
এই দেশে শিক্ষার মান ধ্বংস হয়ে গেছে
এই দেশে তরুণ ছেলেরা বিপথগামী গেমকেন্দ্রীক
এই দেশে টিকটক প্রতিবন্ধীর সংখ্যা বাড়ছে
এই দেশে তরুণ সমাজ ভাইরাল হওয়ার তাড়নায় ছুটছে।
তারা পরিচিতি পাওয়ার জন্য যা তা ভিডিও বানাছে...
এই দেশে মাঝে মাঝে গুজব ছড়িয়ে পড়ছে
জীবিত মানুষকে মৃত বানিয়ে দিচ্ছে
এই দেশে কি হচ্ছে না?
এই দেশে একজন ব্যক্তির একটা ফেসবুক আইডি থাকলেই সে সমালোচক বা বিশ্লেষক হয়ে যাচ্ছে
এই দেশে সবাই রাজনীতিবিদ হতে চাই
কেউ ফেসবুক রাজনীতি করে কেউ বা প্রকৃত রাজনীতি!
এই দেশে কেউ অসহায় মানুষ কে সাহায্য করে শান্তি পাই আবার কেউ সম্পদের পাহাড় গড়ে।
এই দেশে মন্ত্রী তকমার আড়ালে মাদক সম্রাট লুকিয়ে থাকে,
এই দেশে চলচ্চিত্র শিল্প ধ্বংস হয়ে গেছে
এই দেশে এখন টাকাওয়ালার ছেলেরা নায়ক
এই দেশে আর যোগ্যতা বা দক্ষতা দেখে নায়ক বানানো হয় না
এই দেশে বাপ প্রযোজক হলে ছেলে নায়ক হয়ে যায়,
এই দেশে সমালোচনা বেশি হয়
এই দেশে মানুষ জেনে সমালোচনা করে না জেনেও করে
এই দেশে একজন মানুষ আরেক জনের দুর্নীতি নিয়ে কথা বলে
কিন্তু সে ক্ষমতায় গেলে সেও দুর্নীতি করবে
শুধু ক্ষমতা পাওয়ার আশায় আছে!
এই দেশে মুজিবের বায়োপিক সমালোচিত হয়
কিভাবে?
এই দেশে একজন লোককে মারতে গিয়ে এলোপাতাড়ি গুলি তে অন্য একজনের মৃত্যু হয়
এই দেশে ব্যবসিক ও ছাত্রদের মাঝে সংঘর্ষ হয়
এই দেশে ছাত্রলীগ ও ছাত্রদলের মাঝে সংঘর্ষ হয়
এতে পদপদবীওয়ালার মাঠে থাকে না
কর্মীরাই বেশি মরে বা আহত হয়।
এই দেশে লেজুড়বৃত্তি খুব বেশি বেড়ে গেছে
এই দেশে প্রতিহিংসার রাজনীতিতে ছেয়ে গেছে
এই দেশে সবাই সবার বিরোধী
এই দেশে গণতন্ত্র মরে গেছে
এই দেশে একনায়কতন্ত্র জেগে ওঠেছে
এই দেশে মন্ত্রীরা প্রচুর ভুল কথা বলে
এই দেশে এমপি মন্ত্রীর প্রিয়জনরা মনোনয়ন পাই
যে ব্যক্তি মনোনয়ন পাই তার
জনগণের কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই
যার ফলে দলের মধ্যে বিদ্রোহীর সৃষ্টি হয়ে যাচ্ছে
এই দেশে কিছু লোকের কারণে আওয়ামী লীগের মধ্যে এতো দলাদলি
এই দেশে শিক্ষক কে ছাত্ররা হত্যা করে
এই দেশে শিক্ষকের সম্মান হারিয়ে গেছে
এই শিক্ষা নিয়ে নতুন কোনো উদ্ভাবনী নেই
এই দেশে মানুষ মানুষকে নিচে নামাই
এই দেশ বিবেকহীন ডিগ্রিধারীদের খপ্পরে
এই দেশে সংসদে গান হয়
এই দেশে পা চাটাচাটি খুব চলছে
এই দেশে যে কত কি হচ্ছে
আর কত কি হবে....
ঝিকরাপাড়া, কাঁকনহাট
রাজশাহী
Comments
Post a Comment