Posts

Showing posts from May, 2022

বাংলা কবিতা- শিক্ষিত

Image
   শিক্ষিত আকতারুল ইসলাম -------------------------- দেশে শিক্ষার হার বেড়েছে! আদম ব্যাপারী, গো-ব্যাবসায়ী। ইউনিফর্ম পরিহিত দালাল শাহী এখন সবাই উচ্চ শিক্ষিত। শ্রেণী কক্ষে চিরাচরিত ধামাধরা  পুরোনো লেকচারপত্রে মরচেপড়া। সামান্য প্রশ্নে ঘামঝরা পন্ডিনগন সবাই এখন ঢের বেশি শিক্ষিত। তথাকথিত রোগ ব্যাধি বিশারদ  হোক না রোগ নির্ণয়ে অপারগ। জানে রোগীর পকেটের হালহকিকত সর্বশান্তকারীর দলও শিক্ষিত! মুনাফালোভী সাধু বনিক সমাজ মাথায় পরিহিত রাজনীতির স্বর্ণ তাজ। গণ তহবিল তছরুপকারীদের নাহি লাজ তবুও তারা নাকি শিক্ষিত! বাপ ছিলেন কবেকার ভুঁইফোড় নেতা মাথার উপর তাই সৌভাগ্যের ছাতা। হযবরল সবই তাদের ইতিহাসের পাতা ক্ষমতার দাপটে তারাও শিক্ষিত। ক্ষমতার মসনদে সরকারি আমলা সাতখুন মাফ তাদের হয় না মামলা। সুইস ব্যাংকে জমা টাকার গামলা তবুও তারা আজ বড় শিক্ষিত। শোষক শ্রেণী জমিদার জোতদার তাদের কাছে সব নতজানু দফাদার। গরীবের সম্পদের একচ্ছত্র দাবিদার এখন নাকি তারাও শিক্ষিত! শিক্ষাঙ্গনে আমাদের কিছু ছাত্র সমাজ ছড়ায় ভয়ভীতি আর  চাঁদাবাজি সন্ত্রাস। শিক্ষার গুণগত মান করছে অঙ্কুরে বিনাশ তবুও তারা আজ মেধাবী শ...

বাংলা কবিতা- হিসেবে নিকেশ

Image
হিসেব নিকেশ আকতারুল ইসলাম ------------------------------------- সকালে ফুটে যে ফুল অপার সজীবতা নিয়ে, বিকালের রৌদ্রছটায় তার লাবণ্য যায় ম্লান হয়ে। নবজাতকের আগমনে ধরনীতে লেগেছিল যে বার্তা, বার্ধক্য এসে কেড়ে নিল তার প্রতিষ্ঠার আশা। দুদিনের দুনিয়ার ধূলো খাতায় জমা পাহাড়সম হিসাব, ছাড়িবার মন্ত্রে অদ্ভুত নিয়মে মেলে না কোন অবকাশ। তিন অংশে বিভক্ত জীবনের এক অংশ যায় ঘুমে, মৃত্যু তাই রোজ এসে দরজার প্রাচীরখানা যায় চুমে। মৃত্তিকা গড়া কায়া হবে জানি মৃত্তিকায় চিরতরে বিলীন, অনেক রঙের আঁকা স্বপ্ন জগত হলো তাই সহসাই মলিন। হিসাবি খাতাখানা আজকের দিনে করি জনমের তরে বন্ধ, স্বার্থের জটিলতা কেটে ওপার জগতে আর থাকবে না দ্বন্দ্ব।                   ২৭ ডিসেম্বর ২০২১, রংপুর।

বাংলা কবিতা- ক্ষমা

Image
  ক্ষমা আকতারুল ইসলাম ----------------------------------- আমি বাল্যকাল থেকেই বড় লাজুক প্রকৃতির তারুণ্যের তপ্ত জলে ফোটা যুবক বয়সে এসেও আগের মতই মেয়েলীপনা লাজ লাজ রব। তুমি একটু বেশিই স্পষ্টবাদী ও বেঢপ ঠোঁটকাটা পুরুষালী তেজদীপ্ত দৃঢ় কন্ঠে শত শহস্র অভিযোগ আর অনুযোগে জর্জরিত কর সবাইকে। আমি যেখানে নিজের অধিকার খুঁইয়ে কিংবা নিজস্বতা অন্যের তরে বিসর্জন দিয়ে প্রতিনিয়ত নিজেকেই দোষারোপ আর গালমন্দ করি। সেখানে তুমি নিজের দোষে দুষ্ট শত ত্রুটি বিচ্যুতি আর পরাজয়ের গ্লানি কিংবা কালিমা লেপ্টে যাওয়া অতীতকে অন্যের কাঁধে চড়াও। বিবেকের দংশন তোমাকে কখনই দংশিত করেনা। মনোজগতের আদালতে নিজের প্রহসন মেশানো বিচার তোমাকে নির্দোষ দাবি করে। কিন্তু হায়! শঠতা আর মূঢ়তার রাস্তা আজও অবধি আমার জন্য রুদ্ধ করে রাখা। বিবেকের আদালত আমাকেই দোষী সাব্যস্ত করে। তাইতো তোমার আমার  চলার বাঁকা পথ এখানেই শেষ, মনের ভুলে চোরাবালিতে হারিয়ে হব চিরতরে নিরুদ্দেশ। যত পারো  অভিযোগী বানে বিদ্ধ কর আমায় শত শত, ক্ষমা করে দিব তবুও  দুঃখ যাতনা প্রাণভরে দিয়েছ যত।               ...

বাংলা কবিতা- মন

Image
  মন  সোহানুর রহমান সোহান আজও মন পড়ে আছে তোমার পাড়ায়, আলো হয়ে জ্বলে আছো চোখের তারায় । আজও মন তোমাকে ভেবে ব্যাকুল !  মিশে আছো আমাতে; তুমি ছাড়া নেই আমার কোন কূল । আজও মন তোমায় ভেবে হারায় কবিতায়, দিন রাত জুড়ে মনে মনে তোমার নাম আওড়ায় । আজও মন বলে যায় তুমি আমার আজন্ম অনুভব ! তোমার মাঝে সব হারানোর বাসনা তোমাতে সব কলরব । আজও মন তোমাতে বিভোর; আমার নয়ন জুড়ে তুমি রাত ভোর, গল্প লিখি তোমায় নিয়ে যখন আলোকিত হয় পাঁজর । আজও মন স্বপ্ন দেখে তোমায় নিয়ে বাধবো ঘর আপন করে , রবো দুজন পৃথিবীর বুকে ইহোকাল নয় পরকাল নয় চিরকাল ধরে ।।

বাংলা কবিতা- তোমার মাঝে নেই আমি

Image
তোমার মাঝে নেই আমি আকতারুল ইসলাম ---------------------------------- শরতের শুভ্র আকাশের কল্পিত সেই চোখ আজও মনের জগতে স্থায়ীভাবে প্রোথিত। গগন সীমান্তে ম্রিয়মান ফ্যাকাসে মেঘের আবরনে গভীর কল্পনায় তোমার চুলগুচছ আজও বড় যনতে খোঁজাখুঁজি করি। দক্ষিণ-পশ্চিম আকাশের দিকে আজও অবসর পেলে তোমাকেই খুঁজে পাই। তোমাকেই খুঁজে এবং প্রতিবারই তোমাতেই হারাই, সারাদিন সারাক্ষণ সুদূর নীলিমায়। কখনোই জানতে দেইনি, বুঝতে দেইনি ধরতে দেইনি কখনো আমার কালবেলায় অঙ্কন করা সেই নারী অবয়ব। যার অর্ধেকটা বাস্তব, অর্ধেক শুধুই কল্পনা। আমি জানি তুমি আদৌ আমার মত নও, কখনোই আমার আকাশ পানে চেয়ে দেখার, কল্পনার জগতে হারিয়ে নিজেকে খোঁজার সময় তোমার হয়না। কল্পনা বিলাসে যে অসুখ তোমায় আজও তাড়িয়ে বেড়ায়, কখনোই তা আমাকে ভাবতে দেয় না। তোমার দিগন্ত বিস্তৃত মেঘমালার কালো রং সেখানে আর কখনোই রঙ্গিন ছবি আঁকা হবে না। তাইতো আমার আকাশ জুড়ে আজও তুমি আছ, আমি নেই তোমার ধ্যান, জ্ঞান কিংবা কল্পনায়।           ২৯ ডিসেম্বর ২০২১, রংপুর।

বাংলা কবিতা- অসম সমর

Image
অসম সমর আকতারুল ইসলাম তোমাদের অন্তরীক্ষে চন্দ্রের লুকোচুরি খেলা আমার গগনে কৃষ্ণ মেঘের বিরহ মেলা। সন্ধ্যার আসমানে উঠেছিল একফালি চাঁদ মেঘের তান্ডবে তার আনন্দ বিষাদ। চাঁদের ক্ষণিক হর্ষ মেঘের একটুখানি না সহে জমাট বেঁধে তাকে সদলবলে ঘিরে ধরে। রবির প্রতাপে দিনে বেচারা চাঁদ থাকে নিষ্প্রভ রাত্রি নামলে মেঘ মহোদয় ভাঙ্গে তার তপ। এভাবে চলে চাঁদ ও মেঘের চিরন্তনী অসম সমর বাস্তুতান্ত্রিক বিঘ্নে উলুখাগড়ার যাতনা  অঝোর।                       ৪ অক্টোবর ২০২১, রংপুর।

বাংলা কবিতা- আমি কখনো দালাল

Image
আমি কখনো দালাল সোহানুর রহমান সোহান  আমি কখনো দালাল কখনো চোর কখনো ছেচোর কখনো চামচা কখনো পা চাটা কখনো ধান্দাবাজ কখনো ধড়িবাজ  কখনো ভালো মানুষী সব চরিত্রের মধ্যে নিজেকে নিয়ে যায়। কখনো আওয়ামী লীগ  কখনো আওয়ামী বিরোধী আমি সেলফিবাজ নেতা আমি বিলাই এর মতো নেতাদের মধ্যে  দাড়িয়ে ছবি তুলি তারপর সেই ছবি  সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসায়.. কখনো সত্যবাদী  কখনো প্রতিবাদী কখনো প্রেমিক  কখনো বিপ্লবী  কখনো সংগ্রামী কখনো ছাপোষা কেরানী  কখনো অন্যের বিষয়ে হস্তক্ষেপ করি। আমি আরো অনেক চরিত্রে নিজেকে নিয়ে বেড়ায়  তাতে কারকি? সুন্দরী..  কখনো কবি কখনো লুচ্চা  কখনো আপরাধী কখনো টাকা মারী কখনো নম নম করি কখনো কথা বেচি শিক্ষিত ছেলেদের ব্রেন ওয়াস করি মানুষের ভালো দেখলে পরশ্রীকাতরে ডুবি।  ফাপড়বাজী করি চরিত্র বেচি  নারীবাজী করি নগ্নতায় ডুবি সুন্দরী নারীরা আমায় টানে বিভোর করে সন্ধ্যা ভোরে বংশের অবহেলিত মানুষ কে ভংবাজি উপদেশ দিই যেনো অচিরেই মাটিতে মিশে যায়। কারো ভালো চাই না নিজেকে নিয়ে বাড়াবাড়ি করি ভালো মানুষের কাছে উপদেশ নি তারপর আর মানিনা সেই উপদেশ।  এ...