বাংলা কবিতা- হিসেবে নিকেশ

হিসেব নিকেশ

আকতারুল ইসলাম

-------------------------------------

সকালে ফুটে যে ফুল অপার সজীবতা নিয়ে,

বিকালের রৌদ্রছটায় তার লাবণ্য যায় ম্লান হয়ে।

নবজাতকের আগমনে ধরনীতে লেগেছিল যে বার্তা,

বার্ধক্য এসে কেড়ে নিল তার প্রতিষ্ঠার আশা।


দুদিনের দুনিয়ার ধূলো খাতায় জমা পাহাড়সম হিসাব,

ছাড়িবার মন্ত্রে অদ্ভুত নিয়মে মেলে না কোন অবকাশ।

তিন অংশে বিভক্ত জীবনের এক অংশ যায় ঘুমে,

মৃত্যু তাই রোজ এসে দরজার প্রাচীরখানা যায় চুমে।


মৃত্তিকা গড়া কায়া হবে জানি মৃত্তিকায় চিরতরে বিলীন,

অনেক রঙের আঁকা স্বপ্ন জগত হলো তাই সহসাই মলিন।

হিসাবি খাতাখানা আজকের দিনে করি জনমের তরে বন্ধ,

স্বার্থের জটিলতা কেটে ওপার জগতে আর থাকবে না দ্বন্দ্ব।

                  ২৭ ডিসেম্বর ২০২১, রংপুর।

Comments

Popular posts from this blog

The Myths and Realities Behind Modern Rajshahi City

Is Every Researcher a Scientist in Bangladesh?

ENGLISH POEM- Fancy by John Keats