বাংলা কবিতা- অসম সমর
অসম সমর
আকতারুল ইসলাম
তোমাদের অন্তরীক্ষে চন্দ্রের লুকোচুরি খেলা
আমার গগনে কৃষ্ণ মেঘের বিরহ মেলা।
সন্ধ্যার আসমানে উঠেছিল একফালি চাঁদ
মেঘের তান্ডবে তার আনন্দ বিষাদ।
চাঁদের ক্ষণিক হর্ষ মেঘের একটুখানি না সহে
জমাট বেঁধে তাকে সদলবলে ঘিরে ধরে।
রবির প্রতাপে দিনে বেচারা চাঁদ থাকে নিষ্প্রভ
রাত্রি নামলে মেঘ মহোদয় ভাঙ্গে তার তপ।
এভাবে চলে চাঁদ ও মেঘের চিরন্তনী অসম সমর
বাস্তুতান্ত্রিক বিঘ্নে উলুখাগড়ার যাতনা অঝোর।
৪ অক্টোবর ২০২১, রংপুর।
Comments
Post a Comment