বাংলা কবিতা- ক্ষমা
ক্ষমা
আকতারুল ইসলাম
-----------------------------------
আমি বাল্যকাল থেকেই বড় লাজুক প্রকৃতির
তারুণ্যের তপ্ত জলে ফোটা যুবক বয়সে এসেও
আগের মতই মেয়েলীপনা লাজ লাজ রব।
তুমি একটু বেশিই স্পষ্টবাদী ও বেঢপ ঠোঁটকাটা
পুরুষালী তেজদীপ্ত দৃঢ় কন্ঠে শত শহস্র অভিযোগ
আর অনুযোগে জর্জরিত কর সবাইকে।
আমি যেখানে নিজের অধিকার খুঁইয়ে কিংবা
নিজস্বতা অন্যের তরে বিসর্জন দিয়ে প্রতিনিয়ত
নিজেকেই দোষারোপ আর গালমন্দ করি।
সেখানে তুমি নিজের দোষে দুষ্ট শত ত্রুটি বিচ্যুতি
আর পরাজয়ের গ্লানি কিংবা কালিমা লেপ্টে
যাওয়া অতীতকে অন্যের কাঁধে চড়াও।
বিবেকের দংশন তোমাকে কখনই দংশিত করেনা।
মনোজগতের আদালতে নিজের প্রহসন মেশানো
বিচার তোমাকে নির্দোষ দাবি করে।
কিন্তু হায়! শঠতা আর মূঢ়তার রাস্তা আজও
অবধি আমার জন্য রুদ্ধ করে রাখা। বিবেকের
আদালত আমাকেই দোষী সাব্যস্ত করে।
তাইতো তোমার আমার চলার বাঁকা পথ এখানেই শেষ,
মনের ভুলে চোরাবালিতে হারিয়ে হব চিরতরে নিরুদ্দেশ।
যত পারো অভিযোগী বানে বিদ্ধ কর আমায় শত শত,
ক্ষমা করে দিব তবুও দুঃখ যাতনা প্রাণভরে দিয়েছ যত।
১২ জানুয়ারি ২০২২, রংপুর।
Comments
Post a Comment