বাংলা কবিতা- তোমার মাঝে নেই আমি
তোমার মাঝে নেই আমি
আকতারুল ইসলাম
----------------------------------
শরতের শুভ্র আকাশের কল্পিত সেই চোখ
আজও মনের জগতে স্থায়ীভাবে প্রোথিত।
গগন সীমান্তে ম্রিয়মান ফ্যাকাসে মেঘের
আবরনে গভীর কল্পনায় তোমার চুলগুচছ
আজও বড় যনতে খোঁজাখুঁজি করি।
দক্ষিণ-পশ্চিম আকাশের দিকে আজও
অবসর পেলে তোমাকেই খুঁজে পাই।
তোমাকেই খুঁজে এবং প্রতিবারই তোমাতেই
হারাই, সারাদিন সারাক্ষণ সুদূর নীলিমায়।
কখনোই জানতে দেইনি, বুঝতে দেইনি
ধরতে দেইনি কখনো আমার কালবেলায়
অঙ্কন করা সেই নারী অবয়ব।
যার অর্ধেকটা বাস্তব, অর্ধেক শুধুই কল্পনা।
আমি জানি তুমি আদৌ আমার মত নও,
কখনোই আমার আকাশ পানে চেয়ে দেখার,
কল্পনার জগতে হারিয়ে নিজেকে খোঁজার
সময় তোমার হয়না।
কল্পনা বিলাসে যে অসুখ তোমায় আজও
তাড়িয়ে বেড়ায়, কখনোই তা আমাকে ভাবতে
দেয় না।
তোমার দিগন্ত বিস্তৃত মেঘমালার কালো রং
সেখানে আর কখনোই রঙ্গিন ছবি আঁকা
হবে না। তাইতো আমার আকাশ জুড়ে
আজও তুমি আছ, আমি নেই তোমার
ধ্যান, জ্ঞান কিংবা কল্পনায়।
২৯ ডিসেম্বর ২০২১, রংপুর।
Comments
Post a Comment