বাংলা কবিতা- শিক্ষিত

 


 শিক্ষিত

আকতারুল ইসলাম

--------------------------

দেশে শিক্ষার হার বেড়েছে!

আদম ব্যাপারী, গো-ব্যাবসায়ী।

ইউনিফর্ম পরিহিত দালাল শাহী

এখন সবাই উচ্চ শিক্ষিত।


শ্রেণী কক্ষে চিরাচরিত ধামাধরা 

পুরোনো লেকচারপত্রে মরচেপড়া।

সামান্য প্রশ্নে ঘামঝরা পন্ডিনগন

সবাই এখন ঢের বেশি শিক্ষিত।


তথাকথিত রোগ ব্যাধি বিশারদ

 হোক না রোগ নির্ণয়ে অপারগ।

জানে রোগীর পকেটের হালহকিকত

সর্বশান্তকারীর দলও শিক্ষিত!


মুনাফালোভী সাধু বনিক সমাজ

মাথায় পরিহিত রাজনীতির স্বর্ণ তাজ।

গণ তহবিল তছরুপকারীদের নাহি লাজ

তবুও তারা নাকি শিক্ষিত!


বাপ ছিলেন কবেকার ভুঁইফোড় নেতা

মাথার উপর তাই সৌভাগ্যের ছাতা।

হযবরল সবই তাদের ইতিহাসের পাতা

ক্ষমতার দাপটে তারাও শিক্ষিত।


ক্ষমতার মসনদে সরকারি আমলা

সাতখুন মাফ তাদের হয় না মামলা।

সুইস ব্যাংকে জমা টাকার গামলা

তবুও তারা আজ বড় শিক্ষিত।


শোষক শ্রেণী জমিদার জোতদার

তাদের কাছে সব নতজানু দফাদার।

গরীবের সম্পদের একচ্ছত্র দাবিদার

এখন নাকি তারাও শিক্ষিত!


শিক্ষাঙ্গনে আমাদের কিছু ছাত্র সমাজ

ছড়ায় ভয়ভীতি আর  চাঁদাবাজি সন্ত্রাস।

শিক্ষার গুণগত মান করছে অঙ্কুরে বিনাশ

তবুও তারা আজ মেধাবী শিক্ষিত।


এখন  সর্বত্রই বিরাজমান লুটেরার দল

মত্ত বেজায় ধরতে সুফি সাধকের ছল।

লুটেপুটে খায় গরিব দুঃখীর সমস্ত সম্বল

দাবি করে আজ তারাও শিক্ষিত।


ডিগবাজি মারা দেশের বুদ্ধিজীবীগণ

ছল পাল্টাতে সদা জাগ্রত সারাক্ষণ।

উদোর পূর্তি করেও তাদের ভরেনা মন

সভ্যতা নিকুচি করেও তারা শিক্ষিত!


অশিক্ষা কুশিক্ষায় ভরে গেছে সারা দেশ

তবুও নাকি পথ হারাবে না বাংলাদেশ!

সুশিক্ষিত লোকের এখন দেখা মেলা ভার

অন্ধকারের রাম রাজত্ব পছন্দ সবার।

     ১০ মে ২০২২, রাজশাহী।

Comments

Popular posts from this blog

The Myths and Realities Behind Modern Rajshahi City

Why Library Education Is Essential For Higher Educational Institutions in Bangladesh