বাংলা কবিতা- মন
মন
সোহানুর রহমান সোহান
আজও মন পড়ে আছে তোমার পাড়ায়,
আলো হয়ে জ্বলে আছো চোখের তারায় ।
আজও মন তোমাকে ভেবে ব্যাকুল !
মিশে আছো আমাতে; তুমি ছাড়া নেই আমার কোন কূল ।
আজও মন তোমায় ভেবে হারায় কবিতায়,
দিন রাত জুড়ে মনে মনে তোমার নাম আওড়ায় ।
আজও মন বলে যায় তুমি আমার আজন্ম অনুভব !
তোমার মাঝে সব হারানোর বাসনা তোমাতে সব কলরব ।
আজও মন তোমাতে বিভোর; আমার নয়ন জুড়ে তুমি রাত ভোর,
গল্প লিখি তোমায় নিয়ে যখন আলোকিত হয় পাঁজর ।
আজও মন স্বপ্ন দেখে তোমায় নিয়ে বাধবো ঘর আপন করে ,
রবো দুজন পৃথিবীর বুকে ইহোকাল নয় পরকাল নয় চিরকাল ধরে ।।
Comments
Post a Comment