প্রবন্ধ- শিক্ষার সংকট, আমাদের সভ্যতার সংকট





শিক্ষার সংকট, আমাদের সভ্যতার সংকট
--------------------------------------------------------------
শেকড়ের রোগ যযাযথ পন্থায় সারাতে না পারলে তা পুরো বৃক্ষটিকে গ্ৰাস করে। লতাপাতা, শাখা প্রশাখার বিনাশ সাধন করে পুরো বৃক্ষটিকে এই ধরণীর নিকট নিছক এক বোঝা হিসেবে পরিগণিত করে। যদি শুরুতেই শিকড়ের পরিচর্যা করা যায় তবে আখেরে বৃক্ষটি তার নামের স্বার্থকতার প্রমাণে জোর প্রয়াস পায়।
আমাদের সামাজিক সমস্যাগুলোর শেকড় শিক্ষার মধ্যে নিহিত রয়েছে। সেই ব্রিটিশ উপনিবেশিক আমলে ঘুনপোকায় আক্রান্ত হওয়া শেকড়ের রোগটি আজকে দেশের সর্বত্রই ছড়িয়ে পড়েছে। সারাদেশ জুড়ে দুর্নীতি, দুর্বৃত্তায়ন, স্বজনপ্রীতি, মূল্যবোধের অবক্ষয়, ধর্মীয় সহিংসতা, অবিচার ও অনাচারের যে আজব সংস্কৃতি শক্ত আসন গেঁড়ে বসেছে তার ভৌত ভিত্তি শিক্ষার পচন থেকেই উৎসারিত। শিক্ষার দৈন্যদশা ও সংকট আজকে আমাদের সভ্যতার সংকটে পরিণত হয়েছে। অথচ শিক্ষার আমূল সংস্কারের কথা না বলে শিক্ষা ব্যবস্থার আনাচে কানাচে সযত্নে লুকিয়ে থাকা দুর্নীতি আর অনিয়মের বিষয়গুলো সুকৌশলে এড়িয়ে যাওয়ার ঘটনা ঘটছে। এই দুষ্ট চক্র থেকে পরিত্রাণ না ঘটিয়ে অন্যান্য সামাজিক সমস্যাগুলোকে বেশি গুরুত্ব প্রদান করা হচ্ছে। যা সমস্যা সুরাহা না করার এক অনবদ্য প্রয়াস। আমাদের নীতিনির্ধারণী মহল এতদিনে জাতির চোখে মুখে ধুলো ছিটিয়ে শিক্ষাকে উপেক্ষা করে নানান তন্ত্র-মন্ত্র বাস্তবায়ন করে আসছেন। এভাবে চলতে থাকলে আমাদের দেশ টেকসই উন্নয়ন সূচকে পেছনের সারিতে পড়ে থাকবে এবং উন্নত বাংলাদেশ গঠনের স্বপ্ন এক অলীক বাস্তবতায় পরিণত হবে।
শুধুমাত্র টেকসই, গুনগত ও স্বচ্ছ শিক্ষা ব্যবস্থাই আমাদের সমাজ ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে থাকা যাবতীয় সমস্যার সমাধান দিতে পারে। শিক্ষাকে উপেক্ষা করে যত প্রকার মত ও পথ অবলম্বন করা হোক না কেন, তা কোন ক্রমেই আমাদের সভ্য জাতি হিসেবে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করতে পারবে না।
 
লেখক: আকতারুল ইসলাম
২০ নভেম্বর, ২০২১, রংপুর।

 

Comments

Popular posts from this blog

The Myths and Realities Behind Modern Rajshahi City

বাংলা কবিতা- শিক্ষিত

Why Library Education Is Essential For Higher Educational Institutions in Bangladesh