বাংলা কবিতা- প্রিয়তমা সমীপেষু



প্রিয়তমা সমীপেষু

আকতারুল ইসলাম

-------------------------

ওগো শীতের বুড়ি,

তোমায় নিয়ে শব্দ গাঁথি

আমার গীতি কবিতায়,

তোমায় নিয়ে আকাশ আঁকি

সারা রাত্রি নির্ঘুম নিরালায়।


ওগো বসন্ত বুড়ি,

ছবি এঁকেছি তোমার আকাশ গঙ্গায়

তারাকারা মেশানো রং তুলি দিয়ে,

তোমার জলছবি ভাসাই ত্রিমোহনায়

দেখি প্রতিদিন অবাক চেয়ে।


ওগো বর্ষা বুড়ি,

বর্ষার জলে শুনি শব্দ তোমার

মেঘের দেশে উদ্দাম অহর্নিশ বিচরণ

একি বাস্তব নাকি ভ্রান্তি আমার!

দিকহারা নির্ণয়ে তোমার মনের ব্যাকরণ।


তবুও গো বলছি বুড়ি,

গ্রীষ্মের খরতাপে দগ্ধ হব,

শরতের শুভ্র মেঘের ডানায় যাব ভেসে 

হেমন্ত উৎসবে প্রফুল্ল চিত্ত মম

নবান্নের আমেজে স্নাত হতে যাব তোমার দেশে।

 

১৬ জানুয়ারি ২০২২, রংপুর।

Comments