বাংলা কবিতা- বিরহানন্দ
বিরহানন্দ
আকতারুল ইসলাম
----------------------------------------------
চির দুঃখীজনের অতৃপ্ত হৃদয়ে মাঝে পুলক খুঁজেছি দীর্ঘদিন
একযুগ বা ততোধিক সময়ধরে মনোজগতের সাথে বেমালুম
লুকোচুরি আর ছলনের খেলা। দগ্ধ ক্ষতের সাথে লোকদেখানো
আপোষকামী শব্দের নিখুঁত বুননে রূপান্তরিত নাটকের অঙ্কগুলো
আজও নির্বাক আঁধারে জাপটে ধরে জিজ্ঞেস করে বারবার,
তবে কি আরও কিছু অভিনয়! আরও কিছু মেকি সংলাপের কালক্ষেপণ!
কষ্টের কষাঘাতে জর্জরিত ব্যথিত মনে প্রহেলিকার কালিমা লেপন!
একরাশ বিরক্তি আর হতাশার অবিনাশী গান তো ঢের হলো।
তবে এবার কি বিদারণের খন্ড খন্ড চাপা ক্ষোভগুলো ঝেড়ে ফেলে
নতুন করে মনের সেই মেঠোপথ ধরে আবারো হাঁটা যায় না!
নতুন করে আরেকটা গান ধরি, কিছু নতুন সুর মেশানো যাক এবার।
দুঃখ আর যাতনা যা একাই পেয়েছো, আজকে ভাগ করে নিব দুজনে।
দুঃখের নীল আভার পুরু আস্তরণটা হটিয়ে দিব ঝড়ো বাতাস দিয়ে
অধর কোনে লুকিয়ে থাকা অভিমানটুকু শুষে নিব অধরের পরশ বুলিয়ে।
{ ২৪ আগস্ট ২০২১, রংপুর}
Comments
Post a Comment