বাংলা কবিতা- উইঘুর



উইঘুর

আকতারুল ইসলাম

------------------------------------------------

কেনাবেচার রাজনীতিতে বড়ই দামি তুমি উইঘুর

হইলা চির দেওলিয়া থাকিতে ধন সম্পদে ভরপুর।

করিতেছে সওদা তোমার উহারা মোটা অঙ্কের বিনিময়ে

যাহারে ভেবেছিলে আপনজন নিমেষে ভুলিতেছে তোমারে।

স্বার্থের দুনিয়ায় যখন আপন বলিয়া কেহ নাই

ধরিয়াছিলে যাহার ঠাঁই এখন তাহারই কাছে অসহায়।

শনির দশা কি নিদারুন বুঝাইবো বল কেমনে তোমারে!

স্বার্থের দ্বন্দ্বে সবাই পর হইয়া যায় অদ্ভুত ভবেরই মাঝারে।

পাক কিংবা তালেবান হইবেনা তোমার বিপদে আগুয়ান

দুর্গতির তীরে বসিয়া করই যত বৃথা বুকফাটা আহবান।

নিজ হাতে ছিনাইয়া আনো বেহাত হওয়া স্বাধীনতা

তোমাদের অনুপ্রেরণায় জাগিয়া উঠুক ধরনীর ঘুমন্ত মানবতা।

পৃথিবী জুড়ে জয়ী হউক নির্যাতিত মানুষের সংগ্রাম

অত্যাচারীর উৎপীড়নের মন্ত্রবল হউক চিরতরে নিষ্কাম।

মুক্তি সংগ্রামের সূর্যের কিরণ ছড়াইয়া পড়ুক পূর্ব আকাশে

সাম্রাজ্যবাদী নিপীড়কদের অতৃপ্ত আকাঙ্ক্ষা হইবে ফ্যাকাশে।

(৮ সেপ্টেম্বর ২০২১,, রংপুর)

 

Comments

Popular posts from this blog

The Myths and Realities Behind Modern Rajshahi City

বাংলা কবিতা- শিক্ষিত

Why Library Education Is Essential For Higher Educational Institutions in Bangladesh