বাংলা কবিতা -রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা



 ক্ষণিকা

রবীন্দ্রনাথ ঠাকুর

খোলো খোলো, হে আকাশ, স্তব্ধ তব নীল যবনিকা –
খুঁজে নিতে দাও সেই আনন্দের হারানো কণিকা।
কবে সে যে এসেছিল আমার হৃদয়ে যুগান্তরে
গোধূলিবেলার পান্থ জনশূন্য এ মোর প্রান্তরে
লয়ে তার ভীরু দীপশিখা!
দিগন্তের কোন্ পারে চলে গেল আমার ক্ষণিকা।।

Comments

Popular posts from this blog

The Myths and Realities Behind Modern Rajshahi City

Is Every Researcher a Scientist in Bangladesh?

ENGLISH POEM- Fancy by John Keats