বাংলা কবিতা- বারুদের গন্ধ পাই

 


বারুদের গন্ধ পাই
আকতারুল ইসলাম

----------------------------
ইউক্রেনের বাতাসে আজ বারুদের গন্ধ পাই।
হঠাৎ করে সুসজ্জিত শহরে অসুরের দল এসে
লন্ডভন্ড করল তাবৎ নিছক অযুহাতের বশে।
কাপুরুষ ওরা হায়নার দল ছুটে আসে উর্ধ্বশ্বাসে
শত শহস্র প্রাণ হরণের তাড়নায় মেতেছে উচ্ছ্বাসে।
লাখো লাখো হানাদারের দল আজ ইউক্রেনে ঢুকে
ধ্বংসলীলার উদ্দাম নৃত্যে যুদ্ধের কালিমা দেয় লেপে।
ভূমি দখলের পৈশাচিক আনন্দে মুখোর ওরা ভাই
ইউক্রেনের বাতাসে আজ গোলা বারুদের গন্ধ পাই।
ওরা মিগ-২৯ আর সু-৩৫ জঙ্গি বোমারু বিমানে চড়ে
কিয়েভের ভূমি দখল করে স্বাধীনতা নিতে চায় কেড়ে।
ছোট ছোট শিশুদের মুখের আজ হাসি গেছে নির্বাসনে
যুদ্ধের ময়দানে পরাজিত মানবতার আর্তনাদ কে শোনে!
রুশ অধিপতি রাজনীতির রঙ্গমঞ্চের বড় পাকা খেলোয়াড়
সোভিয়েতের পুরোনো গর্ব ফিরিয়ে আনতে সব করছে ছারখার।
ধুলোয় ধূসরিত দালান কোঠা আর সুউচ্চ সুরম্য অট্টালিকা
মিনস্ক আর তুরস্কে চলছে শান্তি চুক্তির অদ্ভুত প্রহেলিকা
গোলাবারুদ আর মারনাস্ত্রের আঘাতে ক্ষয়ক্ষতির সীমা নাই
আজকে ইউক্রেনের বাতাসে শত প্রাণের আকুতি শুনতে পাই।
লাখো লাখো মানুষের ঢল আজ দেশের সীমান্ত ছাড়িয়ে
জীবন বাঁচাতে দিয়েছে অনিশ্চিত গন্তব্যে পা বাড়িয়ে।
কেউ বা আবার আজ দেশ মাতৃকার দুর্বার টানে
কাঁচা হাতে বন্দুকখানা নির্ভীকচিত্তে নিয়েছে তুলে।
জীবন বাজি রেখে হলেও প্রতি ইঞ্চি ভূমির মালিকানা
অক্ষত রাখতে বন্ধ পরিকর উপেক্ষা করে মৃত্যু পরোয়ানা।
বিশ্ব রাজনীতির নোংরা কাদায় মানবতা গড়াগড়ি খায়
ইউক্রেনের পথ ঘাটের সর্বত্রই আজ বারুদের গন্ধ পাই।
 
                     ১০ মার্চ ২০২২, রংপুর।

Comments

Popular posts from this blog

The Myths and Realities Behind Modern Rajshahi City

বাংলা কবিতা- শিক্ষিত

Why Library Education Is Essential For Higher Educational Institutions in Bangladesh