বাংলা কবিতা - বৃষ্টি প্রায় ক্রমশ আসে
বৃষ্টি প্রায় ক্রমশ আসে
সোহানুর রহমান সোহান
অনেক দিন এই শহরে বৃষ্টি নাই
সাথে বৃষ্টি নামের মেয়েটাও
প্রচন্ড খরাই ঝলসে যাচ্ছে শহর
সাথে এই কবি মন!
রৌদ্রতপ্ত দিনে যেমন জনজীবনে দুর্ভোগ
তেমনি তোমার অনুপস্থিতে আমি রয়েছি খরাই।
পুড়ে যাই তুমিহীনা শূন্যতায়
দিনরাত পুরোটাই..
অতপর কিছু দিন পর বৃষ্টি এলো এই শহরে
ভিজিয়ে গেলো গাছপালা, ফুল- ফল
স্বস্তি ফিরলো জনজীবনে
কিন্তু আমি বৃষ্টি নামের মেয়েটার কারণে ঝোলসে রইলাম অবিরাম।
বৃষ্টি প্রায় ক্রমশ আসে
কিন্তু তুমি তুমি বৃষ্টি আজো আসে না
দূর দিয়ে চলে যায়
আমাকে ছাপিয়ে অন্য কারো ঠিকানায়..
এটা প্রতিনিয়ত চলমান...
২৫ এপ্রিল, ২০২২
ঝিকড়াপাড়া
কাকনহাট
রাজশাহী
Comments
Post a Comment